পেডিহোপ হসপিটালের প্রতারণা: ১৫ দিনে ২৭ শিশুর মৃত্যু
ভুল চিকিৎসা এবং অবহেলায় একের পর এক শিশু মৃত্যুর অভিযোগ উঠছে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত পেডিহোপ হসপিটাল ফল সিক চিলড্রেনর বিরুদ্ধে। অসুস্থ শিশুদের জিম্মি করে অভিভাবকদের থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মচারী বাংলানিউজকে জানিয়েছেন, গত ৮ অক্টোবর থেকে পরবর্তী ১৫ দিনে ২৭ জন শিশুর মৃত্যু হয়েছে এ হাসপাতালে।ধানমন্ডির ৬ নং রোডে ৩২/এ নং ৮ তলা ফ্ল্যাট বাড়িটি ভাড়া করে চলছে শিশু চিকিৎসার নামে এ ব্যবসা। দেশব্যাপী ছড়িয়ে থাকা দালাল চিকিৎসকদের...
Posted Under : Health News
Viewed#: 46
See details.

